বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজকে সরকারিকরণের দাবিতে সোমবার উপজেলা সদরে আধাবেলা হরতাল পালিত হয়। হরতাল চলাকালে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করায় আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে কমপক্ষে পাঁচজন আহত হয়।
জানা গেছে, দেশব্যাপী স্কুল ও কলেজ জাতীয়করণের তালিকায় ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের নাম না থাকার প্রতিবাদে এবং সরকারিকরণের দাবিতে সোমবার ভোর ৬টা থেকে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা হরতাল পালন করে। এ সময় উপজেলা সদরের সকল দোকানপাট বন্ধ ছিল। বাস টার্মিনাল থেকে কোনো যানবাহন ছেড়ে যায়নি।
হরতালের সমর্থনে উপজেলার বিভিন্ন সড়কে আন্দোলনকারীরা বাঁশের ব্যারিকেড দেয় এবং রাস্তার ওপর টায়ারে অগ্নিসংযোগ করে। সকাল ৯টার দিকে কলেজের সামনে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে অফিস সহকারী মকবুলসহ ৫ জন আহত হয়।
পুলিশি হামলার প্রতিবাদে আন্দোলনকারীরা আবারো সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় কলেজ অধ্যক্ষের চেয়ার ও কুশপুতুল দাহ করে আন্দোলনকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, দাবি মানা না হলে মঙ্গলবারও হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।