বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন উখিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।
এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর করার ব্যাপারে ইতোমধ্যে প্রশাসনের শক্ত অবস্থানের ঘোষণা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে এব্যাপারে ভোটারদের সচেতন করতে পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচারণা চালিয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ সন্জুর মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্টেশনে মাইকে প্রচারণা চালিয়ে বলেন, ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে আহবান জানান। পাশাপাশি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।
এসময় গয়ালমারা স্টেশনে জনগণ জানান, কয়েকদিন আগে ভালুকিয়া হারুণ মার্কেটে ঘোড়া মার্কার প্রার্থীর প্রচারণা চালাতে বাধা দিয়ে চেয়ারম্যান খাইরুল আলম গায়ে পড়ে ঝগড়া করতে চাইলেও গয়ালমারা চাকবৈঠার মানুষ এতে জরায়নি।
ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে অভিযোগ পাল্টা অভিযোগ উঠে। উপজেলা প্রশাসন কোন কোন প্রর্থীকে এব্যারে সতর্কও করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।