Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিসিবির স্বাদহীন পেঁয়াজ, খুলনায় রেষ্টুরেন্ট ছাড়া কিনছে না কেউ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ৩:৪৫ পিএম

কয়েকদিন বন্ধ থাকার পর বুধবার থেকে সারাদেশের মত খুলনায় নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য সামগ্রী বিক্রি করছে। নতুন করে মূল্য নির্ধারণের পর এক লিটার তেল ১১০ টাকা, এক কেজি মসুর ডাল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। চিনির দাম আগের মতো ৫৫ টাকা এবং পেঁয়াজের দাম ৩০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। একজন ক্রেতা টিসিবির ট্রাক থেকে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল এবং আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

খুলনায় ক্রেতাদের আগ্রহ তেল, চিনি ও ডালে থাকলেও পেঁয়াজ থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন। ক্রেতাদের জোর করে ডিলাররা পেঁয়াজ দিচ্ছেন। পেঁয়াজ না নিলে অন্য পণ্য বিক্রি করা হবে না-এমন অলিখিত নিয়মে বিপাকে পড়েছেন ক্রেতারা। এ নিয়ে ডিলারদের সাথে তাদের বাগবিতন্ডা হচ্ছে। বাধ্য হয়ে ডিলাররা বিভিন্ন রেষ্টুরেন্টে তাদের পেঁয়াজ বিক্রি করছেন। যে সব ক্রেতা পেঁয়াজ নিতে বাধ্য হয়েছেন, তারাও হোটেল রেষ্টুরেন্টে অপেক্ষাকৃত কমদামে পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন। আজ বৃহষ্পতিবার নগরীর আলমনগর এলাকায় একটি হোটেলের পেছনে রান্নাঘরে দেখা গেছে কয়েক বস্তা পেঁয়াজ। নাম প্রকাশ না করার শর্তে রেষ্টুরেন্ট মালিক প্রথমে ৩০ টাকায় পেঁয়াজ কিনেছেন বললেও পরে স্বীকার করেন ২৫ টাকা কেজি দরে ডিলারের কাছ থেকে কিনেছেন।

খুলনার এক টিসিবি ডিলার তানজির রহমান জানান, পেঁয়াজে স্বাদ নেই। ক্রেতারা কিনতে চান না। এদিকে পেঁয়াজ না নিলে টিসিবি পণ্য দেয় না আমাদের। বিষয়টি নিয়ে আমরা খুবই বিব্রতকর অবস্থায় রয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ