Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলহত্যা দিবসে জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১০:৪৩ পিএম

আজ ৩ নভেম্বর, শোকাবহ জেলহত্যা দিবস। দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ১৯৭৫ সালের আজকের এই দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টর দায়িত্ব পালনকারী উপ-প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম. মুনসুর আলী এবং খাদ্য ও ত্রাণ মন্ত্রী এ এইচ. এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

দিবসটি উপলক্ষ্যে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। যথাযথ মর্যাদায় দিবসটি পালনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও জাতীয় এই চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে নেটিজেনরা।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ফেইসবুকে লিখেছেন, ‘আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতাকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’

টেলিভিশন উপস্থাপিকা জেনিফার ফেরদৌস লিখেছেন, ‘আজ ৩ নভেম্বর। জেল হত্যা দিবস। বাঙালি জাতির ইতিহাসে যে কয়টি দিন কলঙ্কজনক দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে, তার একটি এই ৩ নভেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাঙালি জাতিকে চূড়ান্তভাবে নেতৃত্বশূন্য করতে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এই চার জাতীয় নেতাকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের নিরাপদ আশ্রয়ে নির্মমভাবে হত্যা করা হয়। আজকের দিনে জাতীয় চার নেতার প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’

শ্রদ্ধা জানিয়ে মুহাম্মদ রাজু আহমেদ আনসারী লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি... আজ জাতীয় জেলহত্যা দিবস। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির সূর্য সন্তানদের! আপনাদের ত্যাগের কাছে আমরা চির কৃতজ্ঞ! আজকের এই দিনে জাতীয় চার নেতাকে কারা হেফাজতে থাকা অবস্থায় ঘাতকের নির্মম বুলেটের আঘাতে মৃত্যু বরণ করেন। মহান আল্লাহ্ সুবহানু তা'য়ালা আপনি তাঁদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন।’

সামসুদ্দোহা লিখেছেন, ‘বিনম্রচিত্তে শ্রদ্ধাঞ্জলি জাতির পিতা ও জাতীয় ৪ নেতা। পরাজিত স্বাধীনতা বিরোধীদের বর্বরতম হত্যাযজ্ঞের নিষ্ঠুর বর্বরতায় শহীদ আত্মার প্রতি বাঙালী জাতির অমর সহমর্মিতা! হে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান-পিতা, তোমরা মৃত্যুঞ্জয়ী জয় বাংলা! বাঙালির হৃদয়ের অমর আত্মা! লও পুষ্পঅর্ঘে বিনম্র শ্রদ্ধা!’

চিশতী আজিজুন নাহার মলি লিখেছেন, ‘জাতীয় চার নেতার প্রতি জানাই গভীর শ্রদ্ধাসহ সালাম।’

এনএম মনিরুল ইসলাম মনে করেন, ‘খুনিদের শাস্তি দিতে পারলে এই দেশ কিছুটা হলেও কলংক মুক্ত হতো! আর এই চার নেতার আত্মাও শান্তি পেতো!’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেলহত্যা দিবস

৩ নভেম্বর, ২০২১
৩ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ