Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ রেহানাকে ভারত সফরের আমন্ত্রণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

ভারত সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালায় প্রধান বক্তা হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। দিল্লিতে এ অনুষ্ঠান হবে ৬ ডিসেম্বর। ওই দিনই উদযাপিত হচ্ছে ‘মৈত্রী দিবস’। এ ধরনের বক্তৃতামালা এবারই প্রথম। শেখ রেহানাকে ভারতে সরকারি সফরের আমন্ত্রণও এটাই প্রথম। তবে এখন পর্যন্ত শেখ রেহানার পক্ষ থেকে আমন্ত্রণ গ্রহণের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।

ভারতীয় পররাষ্ট্র সূত্র জানায়, নভেম্বর ও ডিসেম্বর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হতে পারে। ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এই প্রথম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগদানের জন্য ঢাকা যাবেন। তিনি তিন দিনের সফর করবেন। তবে ঢাকার বাইরে যাবেন না। ভারতের ত্রয়োদশ প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তার প্রথম বিদেশ সফরে বাংলাদেশ গিয়েছিলেন। অবসর নেওয়ার পরও গিয়েছিলেন। প্রেসিডেন্ট কোবিন্দের আসন্ন সফরের সময় কয়েকটি ‘আস্থাবর্ধক’ চুক্তি স্বাক্ষর নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত সরকার স্বাধীন বাংলাদেশ সরকারের স্বীকৃতি দিয়েছিল। সে দিনটিকেই উভয় দেশ ‘মৈত্রী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল ভারত সফর করবে। বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালার আয়োজক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের সভাপতি ভারতের উপরাষ্ট্রপতি বেংকাইয়া নাইডু এবং সাবেক রাষ্ট্রদূত বিজয় সিং ঠাকুর। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ৮ নভেম্বর প্রেসিডেন্ট ভবনে ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার মরহুম সৈয়দ মোয়াজ্জেম আলীকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করবেন। ভারতের তৃতীয় সর্বোচ্চ এই নাগরিক সম্মান সৈয়দ মোয়াজ্জেমের স্ত্রী তুহফা জামান আলী গ্রহণ করবেন। একই দিনে বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা বীরপ্রতীক সাজ্জাদ আলী জাহিরকে পদ্মশ্রী উপাধিতে সম্মানিত করা হবে। ১৪ নভেম্বর দিল্লিতে প্রগতি ময়দানে ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ শুরু হবে। মেলায় অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশও অংশ নেবে। করোনার জন্য গত দুই বছর এ মেলা করা যায়নি।



 

Show all comments
  • Shamim Rahman ৪ নভেম্বর, ২০২১, ১২:৫৮ এএম says : 0
    আপা যাবেন না বরং ওমরাহতে চলে যান মন ভাল থাকবে
    Total Reply(0) Reply
  • মামুন রশিদ চৌধুরী ৪ নভেম্বর, ২০২১, ১:০০ এএম says : 0
    ভারত একটা বিষা্ক্ত চিন্তা ভাবনার দেশ। তাই আমন্ত্রণ গ্রহণের আগে ভালো করে চিন্তা ভাবনা করা দরকার।
    Total Reply(0) Reply
  • মোঃ কামরুজ্জামান ৪ নভেম্বর, ২০২১, ১:১০ এএম says : 0
    ভারত বাংলাদেশের কাছে অনেক ক্ষেত্রে ঠেকা আছে, তাই মাননীয় শেখ রেহানা আপাকে বলবো ভারতকে চাপে রেখে বাংলাদেশের জন্য কিছু করতে।
    Total Reply(0) Reply
  • কায়কোবাদ মিলন ৪ নভেম্বর, ২০২১, ১:১১ এএম says : 0
    সফর সফল ও নিরাপদ হোক সেই কামনা রইলো।
    Total Reply(0) Reply
  • নিজাম ৪ নভেম্বর, ২০২১, ১:১১ এএম says : 0
    আশা করি এই সফরে দুদেশের জন্য ভালো কিছু আসবে।
    Total Reply(0) Reply
  • টুটুল ৪ নভেম্বর, ২০২১, ১১:৫৪ এএম says : 0
    আশা করি তিনি বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিবেন
    Total Reply(0) Reply
  • মিনহাজ ৪ নভেম্বর, ২০২১, ১১:৫৫ এএম says : 0
    তার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, সেটা তিনি ভালো করেই জানেন। কারণ তিনি বঙ্গবন্ধু কন্যা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ