Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৮৭তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ৬:২৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর ও বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৮৭ তম জন্মদিন উপলক্ষে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর পরিবারের পক্ষ থেকে আয়োজিত বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত উক্ত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মেয়র এ্যাডঃ একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা পরিষদের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, পৌর মেয়র রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, এম আর ইসলাম স্বাধীন, কে এম খায়রুল বাশার, মাফতুন আহমেদ খান রুবেল, শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনি, কাউন্সিলর রুস্তম আলী, জেলা যুবদলের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আহবায়ক খাদেমুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, সৈয়দ আব্দুল গফুর দারা, ওলামাদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফজলে রাব্বী তোহা, আতিকুর রহমান আতিক, এ জামান প্রবাল। জেলা ছাত্রদলের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিক রিগ্যান, শামস ইসলাম সাগর। এ্যাডভোকেটস বার সমিতির সভাপতি এ্যাডঃ শফিকুল ইসলাম টুকু, এ্যাডঃ জাকারিয়া ফেরদৌস।

মসজিদের পেশ ইমাম মাওঃ বেলায়েত হোসেন দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ