Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

নিজাম হাজারী এমপি’র মাধ্যমে প্রধানমন্ত্রী নিকট স্মারক লিপি দিয়েছে আমরা ফেনীবাসী

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ৫:০৬ পিএম

অন্য কোন বিভাগে নয় চট্রগ্রামে থাকতে চায় ফেনীবাসী। ফেনী- ০২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর মাধ্যমে দাবী আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেছে দাবী বাস্তবায়ন কমিটি আমরা ফেনীবাসী।

আজ শহরের মাস্টার পাড়াস্থ এমপি'র বাসভবনে গিয়ে দাবী আদায়ে গঠিত নেতৃবৃন্দ এমপির হাতে স্মারকলিপি তুলে দেন।
এ সময় এমপি বলেন, আমি প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি গুরুত্ব সহকারে পৌছাতে চেষ্টা করব। আমরা আশা রাখি আমাদের দাবীতে প্রধানমন্ত্রী সাড়া দিবেন। কারণ এ দাবী ফেনীবাসীর প্রাণের দাবী।
এ সময় উপস্থিত ছিলেন, দাবী বাস্তবায়ন কমিটির আহবায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের, যুগ্ম আহবায়ক এডভোকেট নুর হোসেন, ফেনী বিএমএ সভাপতি ডাঃ শাহেদুল ইসলাম কাওসার, কমিটির সদস্য সচিব পারভেজুল ইসলাম হাজারী, সদস্য এডভোকেট শাহজাহান সাজু,দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, কালের কণ্ঠের ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারাসহ কমিটির অন্যান্য সদস্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ