Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্বধলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ জনের মনোনয়ন পত্র দাখিল

মেম্বার পদে ৪০২ জন ও সংরক্ষিত পদে ১২৭ জন

নেত্রকোনা স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৮:৪৫ পিএম | আপডেট : ৯:০৪ পিএম, ২ নভেম্বর, ২০২১

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদের প্রার্থীরা মঙ্গলবার দলীয় নেতা ও নিজ নিজ কর্মী সমর্থকদের সাথে নিয়ে উৎসব মূখর পরিবেশে রির্টানিং অফিসারদের নিকট মনোয়ন পত্র জমা দিয়েছেন।

পূর্বধলা উপজেলা নির্বাচন অফিসার মোহামমদ ফরিদ উদ্দিন আহমেদ সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকদের জানান, পূর্বধলা উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ১০ জন সহ মোট ৫৫ জন, মেম্বার পদে ৪০২ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে পূর্বধলা সদর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আব্দুল কাদির, স্বতন্ত্র প্রার্থী মোঃ আফতাব উদ্দিন, এরশাদুল হক, মোঃ সিদ্দিকুর রহমান বুলবুল, মোঃ আব্দুর রশিদ, আশরাফুল করিম তুষার, মোঃ আজিম উদ্দিন খান ও মোঃ মোস্তফা জামান, খলিশাউড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী কমল কৃষ্ণ সরকার, স্বতন্ত্র প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান তালুকদার, ইয়াকুব আলী ও শওকত তালুকদার, গোহালাকান্দা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী শেখ মোঃ সালাউদ্দিন চাঁন মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন শহিদ, এম আর বি জাকির হোসেন তালুকদার, নারান্দিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আব্দুল কদ্দুছ, স্বতন্ত্র প্রার্থী মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, আব্দুস ছোবান সরকার, মোঃ হাবিবুর রহমান ও মোঃ তোফাজ্জল ইসলাম, জারিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোছাঃ মাজেদা খাতুন, স্বতন্ত্র প্রার্থী কাজল মিয়া, মোঃ আমিনুল ইসলাম মন্ডল নান্টু, মোঃ নজরুল ইসলাম তালুকদার ও রেজা মোহাম্মদ সোহেল রানা, আগিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ মুখলেছুর রহমান খান মুসা, স্বতন্ত্র প্রার্থী মোঃ আজিজুর রহমান, মোঃ সানোয়ার হোসেন, মোঃ সালেহ ও সাবিকুল আনিছ, ঘাগড়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী রেজু মিয়া আকন্দ, স্বতন্ত্র প্রার্থী এ কে এম মাজহারুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আব্বাছ আলী, হোগলা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ সাইদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, মোঃ সিরাজুল ইসলাম আকন্দ, হুমায়ুন কবীর, মোঃ আব্দুল গফুর, মোঃ ফারুক খান ও বুলবুল মীর, বৈরাটী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী আলী আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী তালুকদার, মোঃ জহিরুল ইসলাম জজ মিয়া ও মোঃ আনিছুজ্জামান তালুকদার, বিশকাকুনী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোছাঃ লাভলী আক্তার, স্বতন্ত্র প্রার্থী মোঃ নজমুল হুদা, জুনায়েদ আল হাবিব, মোঃ আব্দুল মজিদ, মোঃ মাহ্মুদুল হাসান, মোঃ দুলাল মিয়া ও আল আমিনax



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ