রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে বাদল খান হত্যা মামলার প্রধান আসামি মিলনকে গ্রেফতার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল গৌরনদী পোল নামক এলাকায় অভিযান চালিয়ে মৃত্যু সালাম প্যাদার ছেলে আসামি মিলন প্যাদা (২৮)কে গ্রেফতার করে। বরগুনা সদর থানায় নিয়ে আসলে আসামি মিলন নিজ মুখে বাদলকে হত্যা করার স্বীকারোক্তি দেন। পরবর্তীতে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বরগুনা সদর সার্কেল মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হেলাল, এছাড়াও বরিশাল কোতোয়ালি থানার এসআই আরিফ, এসআই মেহেদী মিলে বাদল হত্যা মামলার আসামি মো. মিলনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এবং নিজ মুখে বাদলকে হত্যা করার স্বীকারোক্তি দিয়েছে। পরবর্তীতে তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ১৯ জুলাই রাতের খাবার খেয়ে বাদল খান ও স্ত্রী লাভলী ইয়াসমিন ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে হঠাৎ দরজা ভেঙে ৫/৭ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে বাদল খানের মাথার ডান পাশে কোপ দিয়ে পালিয়ে যায়। বাদল খানের স্ত্রী লাভলী ইয়াসমিন ডাকচিৎকার দিলে বাদলের ছোট ভাইয়ের স্ত্রী রুবি ও প্রতিবেশীরা বাদল খানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে এ্যাম্বুলেন্সে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৌদ্ধ বাদল খানকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।