Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর চাটখিলে স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৭:৫৮ পিএম

চাটখিল পৌরসভা এলাকায় স্ত্রী মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে স্বামীও মারা গেছেন।

নিহত সফিক উল্যা মিয়া (৭৬) স্ত্রীর মারা যাওয়ার সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

মঙ্গলবার দুপুরের দিকে চাটখিল পৌরসভার ভীমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে কামাল হোসেন জানান, তাঁর মা মাহমুদা খাতুন (৬০) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টায় তিনি মারা যান। এ খবর বাড়িতে জানানোর পরে তাঁর বাবা স্ট্রোক করে দুপুর সাড়ে ১২টায় পৌরসভার ভীমপুরের নিজ বাড়িতে মারা যান। স্বামী-স্ত্রী দুজনের একসঙ্গে মারা যাওয়ার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ দুপুরে মাহমুদা খাতুনের ও স্বামী সফিক উল্যার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দুজনের মরদেহ দাফন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ওসি আবুল খায়েল জানান বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ