Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুর পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী মাসুমসহ ৬ জনের মনোনয়নপত্র জমা

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৭:০৯ পিএম | আপডেট : ৮:০১ পিএম, ২ নভেম্বর, ২০২১

লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোজাম্মেল হোসেন ভূঁইয়া মাসুম। আজ মঙ্গলবার বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক।
উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, মেয়র পদে ৬ জন ১৫ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৯৪জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মোজাম্মেল হোসেন ভূইয়া মাসুম জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সহ-সভাপতি মো. মিজানুর রহিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, আইন বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, পৌর আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনের আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন মেয়র পদে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৯৪ জন এবং ৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০ জন মনোনয়নপত্র জমা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ