Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বক্স অফিসে ‘নো টাইম টু ডাই’র রেকর্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৫:৩২ পিএম

করোনার সময়েও বক্স অফিসে আয়ের রেকর্ড গড়েছে জেমস বন্ড সিরিজের ২৫ তম সিনেমা ‘নো টাইম টু ডাই’। ফোর্বস ম্যাগাজিনের মতে, মুক্তির পর সম্প্রতি সিনেমাটির আয় ৬০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এক মাসে আয়ের দিক থেকে ছবিটি মারভেলের সুপারহিরো মুভি ‘অ্যাভেঞ্জার: এন্ডগেম’-কেও ছাড়িয়ে গেছে।

জানা গেছে, ‘নো টাইম টু ডাই’-এর নির্মাণ বাজেট ছিল ২৫ কোটি মার্কিন ডলার। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কেটিং এবং প্রমোশনের খরচ। ফলে এটা বলাই যায় যে এখনো বড় লাভের মুখ দেখতে পারেনি ‘নো টাইম টু ডাই’।

করোনা মহামারীর কারণে বারবার মুক্তির তারিখ পেছানো হয় সিনেমাটির। তবে জেমস বন্ড ভক্তদের কাছে এমন এক নাম, যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেও রাজি ছিলেন তারা। আর এর ফল হিসেবে ২৫তম জেমস বন্ড সিনেমা জয় করে নিয়েছে কোটি ভক্তের মন। বন্ড সিরিজের সবচেয়ে লম্বা সিনেমা ‘নো টাইম টু ডাই’-এর শুরুতেই চমক। মৃত বান্ধবীর সমাধির সামনে দাঁড়িয়ে প্রথম আক্রমণের শিকার বন্ড। আক্রমণের পেছনে ‘স্পেকটর’।

‘নো টাইম টু ডাই’ সিনেমাতে অভিনয় করে ভক্ত ও সমালোচকদের প্রশংসায় ভাসছেন ড্যানিয়েল ক্রেগ। কেউ কেউ বলছেন বন্ড চরিত্রে এটাই তার সেরা পারফরমেন্স। এই সিনেমাতেই শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে। ২০০৬ সাল থেকে পিয়ার্স ব্রসনানের পরিবর্তে জেমস বন্ডের চরিত্রে তিনি অভিনয় করতেন।

ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ