Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি নির্বাচনী প্রচারণাকালে হামলায় আহত ৩

পিরোজপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ইউপি নির্বাচনের প্রচারকালে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ও মালামাল ভাঙচুরসহ ৩ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত ৩১ অক্টোবর এ ঘটনা ঘটে।
হামলায় ৩নং দূর্গাপুর ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের স্বতন্ত্রপ্রার্থী মো. আলতাফ হোসেন (ঘোড়া প্রতীক) এর সমর্থক ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আলী আক্কাস গাজী (৫২), চুঙ্গাপাশা গ্রামের টুটুল শেখ (৪২) ও রাসেল মাঝি (২৭) গুরুতর আহত হয়েছেন।
হামলায় আহত ইউপি মেম্বার আলী আক্কাস গাজী জানান, স্বতন্ত্রপ্রার্থী আলতাফ হোসেনসহ আমরা ৫-৬ কর্মী ওই দিন সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের কাথুলিয়া নারিকেল বাড়ি গ্রামে প্রচারনায় যাই। এ সময় ওই গ্রামের গনেশ হালদারের বাড়িতে গেলে ওই ইউনিয়নের আ.লীগের সভাপতি ও নৌকাপ্রতীতের বিদ্রোহীপ্রার্থী (আনারশ প্রতীক) নোমান মৃধার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হকিস্টিক, দাসহ ও দেশিয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমরা আত্মরক্ষার্থে গনেশ হালদারের ঘরে আশ্রয় নিলে হামলাকারীরা তার ঘরের দরজা-জানালা ভেঙে ঘরে প্রবেশ করে আমাদের ওপর হামলা করে।
ওই বাড়ির মালিক প্রতক্ষদর্শী গনেশ হালদার জানান, নির্বাচনী প্রচার কালে এক গ্রুপ দেশিয় অস্ত্র নিয়ে ধাওয়া দিলে তারা আমার ঘরে ডুকে দরজা আটকে আশ্রয় নেন। এ সময় অন্য গ্রুপ ঘরের দরজ জানালা ভেঙে তাদের মারধর করাসহ ঘরের টিভি, ফ্রিজ সকল আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জেরিন সুলতানা জানান, আহতদের অবস্থা গুরুতর।
এ ব্যাপারে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মো. নোমান মৃধা জানান, তিনি বা তার কোন লোক ওই হামলা সাথে জড়িত নন। মূলত ওই হামলা করেছে নৌকা প্রতীকের লোকজন। নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বীতা আমার সাথে হওয়ায় আমার বিরুদ্ধে এমন অভিযোগ করে হয়রানীর চেষ্টা চলছে।
এ ব্যাপারে সদর থানার ওসি আ. জ. ম মাসুদুজ্জামান জানান, আ.লীগের বিদ্রোহীপ্রার্থী নোমান মৃধা ও স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেনের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়েছে। এতে রাব্বি হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর ওই ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ