Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় হামলার প্রতিবাদে সংবাদ সন্মেলন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্টারলাইন পরিবহন পরিচালক মোহন মিয়া ও তার কর্মচারিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন মডেল বিদ্যালয় মাঠে এ সংবাদ সন্মেলনের আয়োজন করেন এলাকাবাসী ও স্টারলাইন কর্মচারিবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়ার সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, কোটালীপাড়া স্টারলাইন পরিবহনের পরিচালক মোহন মিয়া, তিনি তার লিখিত বক্তব্যে বলেন- আমি দীর্ঘ ৯ বছর সামিউল্লাহর মালিকাধীন দিগন্ত পরিবহন গাড়ি কোটালীপাড়া টু ঢাকা রোডে অত্যান্ত সুনামের সাথে পরিচালনা করে আসছি। এ রোডে লোকসান পুষিয়ে উঠতে পুনরায় আরো ৩ বছরের জন্য চুক্তিতে দিগন্ত পরিবহন পরিচালনা করার পরে মালিকের সাথে ৩ বছরের চুক্তি শেষ হয়। এবং দিগন্ত পরিবহনের সাথে আমার আর কোন সম্পর্ক থাকেনা সব সম্পর্ক শেষ করে নিজ উদ্যোগে কোটালীপাড়া স্টারলাইন পরিবহন পরিচালনা করিতে থাকি। পরে কোটালীপাড়ায় দিগন্ত গাড়ি পরিচালনার জন্য মালিক সামিউল্লাহ কোটালীপাড়ার বর্তমান পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখের ভাই দুলাল শেখ, রফিকুল ইসলাম পটু এবং খোকন হাওলাদারকে দায়িত্ব দেন। এরপর থেকে দিগন্ত পরিবহনের লোকজন আমার স্টারলাইন টিকিট কাউন্টারের সামনে গাড়ি রাখিয়া যাত্রীদেরকে টানাটানি করে স্টারলাইনের স্টাফদের হুমকি দিতে থাকে এবং গত ২৭ অক্টোবর দুলাল শেখ, বাধঁন, সাব্বির, খোকন হাওলাদার, রফিকুল ইসলাম পটু, মশিউর, লাদেন, ইমরান, সুজন ও ইকবালসহ অজ্ঞাত ৪০ জন লোক স্টারলাইন কাউন্টারে অতর্কিত হামলা চালিয়ে আমিসহ আমার স্টাফদের গুরুতর আহত করে।
দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান এবং হামলার ঘটনা সিসিটিভির ভিডিও ফুটেজে ধারণকৃত ছবিতেই প্রমান করা করা বলে তারা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ