রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইল জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিড়িয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ সভার আয়োজন করা হয়। সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজের সংগতি ও অসংগতি জানতে পারি। পাশাপাশি সমাজের নানা অপরাধও আপনারা তুলে ধরেন। অপরাধ নিয়ন্ত্রণসহ সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে পুলিশ সদস্যরা। মতবিনিময় সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনাসহ প্রমুখ। সভায় টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিড়িয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।