Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাত পোহালেই কুমিল্লা নগরীতে ভোট উৎসব

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ৮:৩৭ পিএম

রাত পোহালেই কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন ঘিরে শুরু হবে ভোট উৎসব।

নগরীর একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হিসেবে আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) অনুষ্ঠিতব্য এ উপ-নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন নির্বাচন কর্মকর্তারা। যাতে ভোটারদের অধিকার ক্ষুন্ন না হয় সেদিকে কড়া সতর্ক দৃষ্টি রাখতে নির্বাচনের কাজে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সজাগ দৃষ্টি রাখবেন বলে জানা গেছে।

এদিকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার মধ্যদিয়ে ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এজন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ ওয়ার্ডে মোট ভোটার ৭ হাজার ৯২২জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৯৭৪ জন, মহিলা ভোটার ৩হাজার ৯৪৮ জন। পুরুষ ভোটকেন্দ্র-চৌধুরীপাড়া এলাকায় রিয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। মহিলা ভোটকেন্দ্র-মোগলটুলি এলাকায় কুমিল্লা হাইস্কুল।

ছোটরা মৌজা (আংশিক), পুরাতন চৌধুরী পাড়া, মোগলটুলী (বজ্রপুর ও মনোহরপুর মৌজা), গাংচর (আংশিক), গোয়ালপট্টি (বজ্রপুর মৌজা) রাজগঞ্জ, রাজবাড়ি (মনোহরপুর মৌজা) এলাকা নিয়ে ৫ নং ওয়ার্ড। ২০১৭ সালের নির্বাচনে এ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন- সৈয়দ আবির আহমেদ (ফটো)। গত ৩১ আগষ্ট সৈয়দ আবির আহমেদ (ফটো) মৃত্যুবরণ করেন। এরপর এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ১০ অক্টোবর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রয়াত কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ (ফটো) এর পুত্র সৈয়দ রায়হান আহমেদ, মোগলটুলি এলাকার বাসিন্দা মরহুম আমির হোসেনের পুত্র আনোয়ার হোসেন মিঠু ও গাংচর থানারোড এলাকার মরহুম ফয়েজ বকস ভূইয়ার পুত্র ইকবাল হোসেন ভুইয়া। পরে যাচাই-বাছাইয়ে তিনজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সৈয়দ রায়হান আহমেদ (ট্রাক্টর), আনোয়ার হোসেন মিঠু (মিষ্টি কুমড়া), ইকবাল হোসেন ভূইয়া (ঘুড়ি) প্রতীক নিয়ে জমজমাট প্রচারণা শুরু করেন। রবিবার প্রচারণার শেষদিনে প্রার্থীরা শিশুসুলভ আচরণের মধ্যদিয়ে নির্বাচিত করার জন্য করুণ আর্তি জানান ভোটারদের কাছে।
সোমবার প্রচারণা বন্ধ থাকলেও দিনভর এবং সন্ধ্যার পর কর্মীদের ভিড় বাড়তে থাকে প্রার্থীদের নিবাচনী অফিসে। কোন কোন প্রার্থীর বাড়িতেও কর্মীদের ভিড় ছিল। কর্মীদেরকে ভোট কেন্দ্রের বাইরে থেকে নির্বাচনী আচরণবিধি মেনে কিভাবে দায়িত্ব পালন করবে এসম্পর্কে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টরা ব্রিফিং দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ