বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শরেপুররে ঝিনাইগাতী উপজলোয় সোমবার উপজলো প্রশাসন ও যুব উন্নয়ন অধদিপ্তররে আয়োজনে জাতীয় যুব দিবস ২০২১ পালিত হয়ছেে ।‘দক্ষ যুব সমৃদ্ধ দশে, বঙ্গবন্ধুর বাংলাদশে’ স্লোগানকে সামনে নয়িে উপজলো হলরুমে আলোচনা সভা, ঋণরে চকে ও সনদ বতিরণ করা হয়। উপজলো নর্বিাহী র্কমর্কতা ফারুক আল মাসুদরে সভাপতত্বিে বশিষে অতথিি হসিবেে দবিসরে তাৎর্পয তুলে ধরে যুবকদরে র্কমসংস্থানরে সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখনে উপজলো চয়োরম্যান এস, এম, এ ওয়ারজে নাইম।
অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখনে উপজলো প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মলে হক, এসআই ফরদিুল ইসলাম প্রমুখ। পরে ১৪ জনরে মাঝে ৫ লাখ ৯০ হাজার টাকার ঋণরে চকে ও ৫ জনকে বভিন্নি ক্যাটাগরতিে সনদ বতিরণ করা হয়। আলোচনা সভায় সরকারি র্কমর্কতাগণ ও যুবক-যুবতরিা অংশ গ্রহণ করনে। অনুষ্ঠান সঞ্চালনা করনে সয়ৈদ খায়রুল আলম সহকারী যুব উন্নয়ন অফসিার ঝনিাইগাতী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।