Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানী রাষ্ট্রদূত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ৩:০৮ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি’র নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। রবিবার (৩১ অক্টোবর) বালুখালী ক্যাম্প-৮ইস্ট পরিদর্শনে আসেন তারা। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- জাপান দূতাবাসের ইয়ামামতো সিনসুখ, শিরাহরা কাসুমি।

প্রতিনিধি দল ক্যাম্প-৮ ইস্ট এর জাপানি অর্থায়নে নির্মিত মাল্টিপারপাস কর্নার, দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প এবং ব্র্যাক এর শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। তারা রোহিঙ্গাদের থাকার জায়গা ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন।

এ সময় রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের ওপর বৈশ্বিক চাপ সৃষ্টি করতে হবে। একই সাথে রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরি করা জরুরী।

পরে ক্যাম্প-৯ ব্লক-সি তে অবস্থিত কিশোর-কিশোরী কেন্দ্র, আন্তর্জাতিক অভিভাসন সংস্থা (আইওএম) অর্থায়নে নির্মিত নারীবান্ধব কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি উক্ত সেন্টারের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং রোহিঙ্গা শিশুদের সাথে কথা বলেন।

এছাড়াও ক্যাম্প-৯ এ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল তা পরিদর্শন করেন এবং তৎপরবর্তী ক্যাম্পের পুনর্বিন্যাস কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে দুপুর প্রতিনিধিদল কক্সবাজারের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ