রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বড় ভাই জাহাঙ্গীর বেপারীর ধারালো অস্ত্রের কোপে ছোট ভাই শহীদুল বেপারী গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা গুরুতর আহত শহীদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দু’ভাই পিরোজপুরের মঠবাড়িয়ার ছোটমাছুয়ায় গ্রামের মৃত. আঃ বারেক বেপারীর ছেলে। গুরুতর আহত শহীদুল জানান, পৈত্রিক জমি নিয়ে তার বড় ভাই জাহাঙ্গীর বেপারীর সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। সম্প্রতি বড় ভাই জাহাঙ্গীর তার জমির গাছ কেঁটে ফেলে। গত শনিবার সকালে কাটা গাছ ফুপাতো ভাইকে দেখাতে গেলে তার উপস্থিতিতে তাদের তর্ক হয়। এক পর্যায় বড় ভাই জাহাঙ্গীর, তার স্ত্রী হাওয়া ও মেয়ে আরিফা এলোপাথারী পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শহীদুলকে জখম করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।