বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরে বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে ১শ তাল গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছিলো ‘আজকের তারুণ্য’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার ৩১ অক্টোবর বিকেলে শেরপুর সরকারি কলেজে তাল বীজ রোপণের মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ, বাংলা বিভাগের প্রভাষক আব্দুল কাদের।
ওইসময় ‘আজকের তারুণ্য’র সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি রবিউল ইসলাম রতন, সাধারণ সম্পাদক দীপ্ত মোদক, সহ সভাপতি শামসুজ্জামান কবির সাইদ,সহ সভাপতি তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাহসিন মাসরুফ তুষার, সহ সাংগঠনিক সম্পাদক নাফিউ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান নিলয়, সংগঠনের সদস্য ইসরাত মল্লিকা, সোহানা ইয়াসমিন, জিহান হাসনাত রাসেল, রাজন মোদক, প্রভাস চৌধুরী, বিলাস দাসসহ আরোও অনেকে।
‘আজকের তারুণ্য’র সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাল গাছের ডালের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে ইদানিং তাল গাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।
‘আজকের তারুণ্য’র সাধারণ সম্পাদক দীপ্ত মোদক বলেন, আপনাদের বাসায় পড়ে থাকা তালের বীজ বাড়ির আঙিনা কিংবা আশেপাশে রোপণ করুন। অথবা সেই বীজ তুলে দিন আমাদের হাতে। বীজ সংগ্রহের জন্য আমাদের সদস্যরা চলে যাবে আপনার বাসায়। আসুন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রাঘাত থেকে বাঁচতে তালের বীজ রোপণ করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।