Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সুশাসনের জন্য কর্মশালা

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

সুশাসন নিশ্চিত করতে নাটোরে ২ দিনের কর্মশালা শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) এর প্রকল্প পরিচালক ড. গোলাম ফারুক। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশীদারিত্ব তৈরির মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে নাটোরে গণমাধ্যম কর্মীদের জন্যে ২ দিনের এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এবং পিফরডি’র টিমলিডার আর্সেন স্টেফেনিয়ন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম সভাপতিত্ব করেন। কর্মশালায় সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, তথ্য অধিকার, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ