Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আইন-শৃংখলা সমন্বয় সেলের মতবিনিময়

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ৮:০৯ পিএম

সুনামগঞ্জের ছাতকে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রোববার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা আইন-শৃংখলা সমন্বয় সেল। নির্বাচনী আচরন বিধিমালা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। নির্বাচনী দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা নির্বাচনী কার্যালয়ের কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার, জেলা (এনএসআই) এর যুগ্ম-পরিচালক রফিকুল ইসলাম, ছাতক থানার (ভারপ্রাপ্ত) ওসি মিজানুর রহমান।

সভায় উপজেলা আইন-শৃংখলা সমন্বয় সেলের পক্ষ থেকে নির্বাচনী আচরন বিধি মেনে চলতে সকল চেয়ারম্যান-মেম্বার প্রার্থীকে নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনে প্রত্যেক ভোটারগন তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণ ভাবে ভোটা প্রদানের আশ্বাসের পাশাপাশি আচরনবিধি লংঘন কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুসিয়ারী দেওয়া হয়।

এর আগে ওই সভায় বেশ কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগ উঠে। মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে নির্বাচনী আচারনবিধি লংঘনের ব্যাপারে উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সামছুল ইসলাম খাঁন অভিযোগ করে বলেন, নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এঁর বাড়িতে গরু জবাই করে ভুরিভোজ চলছে। কালারুকা ইউপির প্রার্থী অদুদ আলম বলেন, আচরনবিধি লংঘন করে প্রতিদ্বন্দ্বি প্রার্থী নিয়ম বহির্ভূত ভাবে নির্বাচনী কার্যালয় স্থাপন করেছেন। ছৈলা আফজালাবাদ ইউপির প্রার্থী শফিকুল হক বলেন, এমপি মানিক আমার এলাকায় নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন। ঠিক একই ভাবে আরও একাধিক চেয়ারম্যান পদপ্রার্থী মতবিনিময় সভায় নানা অভিযোগ তুলে ধরেন দোলারবাজার ইউপির প্রার্থী হাসমত আলী, জাউয়াবাজার ইউপির প্রার্থী রেজা মিয়া তালুকদার, আল আমিন, ছৈলা আফজালাবাদ ইউপির মিজানুর রহমান মানিক, দোলারবাজার ইউপির প্রার্থী আনোয়ার হোসেন, দক্ষিণ খুরমা ইউপির প্রার্থী আবদুল খালিক, ছাতক সদর ইউপির প্রার্থী সাইফুল ইসলাম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির প্রার্থী সুন্দর আলী প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ