পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক : বড় দরপতনে জাপানের পুঁজিবাজার। নি¤œমুখী প্রবণতা চলছে বিশ্বের বেশির ভাগ দেশের শেয়ারবাজারে। চীনে দফায় দফায় ধস অব্যাহত রয়েছে। জাপানেও দরপতন চলছে। কয়েক দিন ধরেই জাপানের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। ইদানীং তা তীব্র আকার ধারণ করেছে। গত দুই দিনে জাপানের শেয়ারবাজারের মূল্য সূচক কমেছে ৭ শতাংশেরও বেশি। খবর বিবিসি। বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী পুঁজিবাজারে ধসের কারণে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে। এ জন্যই বাজারে নি¤œমুখী পতন শুরু হয়েছে। তার ওপর ইয়েন শক্তিশালী হওয়ায় বিনিয়োগকারীদের অনাস্থা আরও বেড়েছে। কারণ এতে করে দেশটির রপ্তানি আয় কমে যাওয়ার আশংকা করা হচ্ছে। দেশটির আর্থিক খাতের প্রতিষ্ঠান এবং জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা নি¤œমুখী। এ জন্য এ খাতগুলোর শেয়ারে বেশি দরপতন হচ্ছে। টোকিওর নিক্কিই ২২৫ সূচক কমেছে প্রায় আড়াই শতাংশ। যা বুধবার কমেছে প্রায় সাড়ে ৫ শতাংশ। গত ৪ মাসে এ সূচক কমেছে প্রায় ২০ শতাংশ। অর্থাৎ এ কয়েক মাস ধরেই বাজারে নি¤œমুখী প্রবণতা শুরু হয়। যা বর্তমানে ধসে রূপ নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।