Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের বাধা উপেক্ষা করে বিএনপির সাংগঠনিক পুনর্গঠন কাজ করতে প্রিন্সের আহ্বান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ৩:৪৮ পিএম

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের বাধা বিঘ্ন উপেক্ষা করে বিএনপির সাংগঠনিক পুনর্গঠন কাজ সম্পন্ন করতে দায়িত্বশীল নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ ময়মনসিংহে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ময়মনসিংহ মহানগর বিএনপির কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রানা,শাহ শিব্বির আহমেদ বুলু, ফারজানা রহমান হোসনা,এড.এম এ হান্নান খান, কায়কোবাদ মামুন, মাহবুবুল আলম, লিটন আকন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ওয়ার্ক প্ল্যান অনুযায়ী ময়মনসিংহ মহানগর ব্যাপী কর্মীসভা, সম্মেলন সমাপ্ত করতে ওয়ার্ড ভিত্তিক মনিটরিং সেল এবং ডেট লাইন নির্ধারণ করা হয়।

সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ মহানগর বিএনপির প্রতিটি ওয়ার্ডে কর্মীসভা, সম্মেলনের মাধ্যমে বিএনপিকে অধিকতর শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে। এই লক্ষ্যে ৩০ নভেম্বরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নবীন প্রবীণের সমন্বয়ে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করতে হবে। সকল শ্রেনী পেশার মানুষকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি গত শুক্রবার ময়মনসিংহে ওয়ার্ড বিএনপির কর্মীসভা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ভন্ডুল করে দেয়ার প্রতিবাদ জানিয়ে পুলিশ প্রশাসনের প্রতি রাজনৈতিক প্রক্রিয়া সঙ্কুচিত না করে সহযোগিতা করার আহ্বান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ