বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোস্ত কম দেওয়াকে কেন্দ্র করে
চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে বর ও কনেপক্ষের মধ্যে মারামারিতে অন্তত আটজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, খাবার টেবিলে বরপক্ষের একজন তৃতীয়বার গরুর গোস্ত চেয়ে না পেয়ে উত্তেজিত হয়ে যান। এর পর কথা কাটাকাটি থেকে উভয়পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়েন। শনিবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামের মোহাম্মদ শাহজাহানের সঙ্গে চন্দনাইশ উপজেলার হাছানদণ্ডী গ্রামের মুক্তা বেগমের বিয়ের অনুষ্ঠান চলছিল। আকদের পর কনেকে ঘরে তুলে নেওয়া উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাবার টেবিলে বরপক্ষের এক ব্যক্তি তৃতীয়বার গরুর গোস্ত এনে দেওয়ার দাবি করেন। এ সময় টেবিল বয় অস্বীকৃতি জানান। এতে তিনি উত্তেজিত হয়ে যান। একই টেবিলে থাকা বরপক্ষের আরও কয়েকজনের সঙ্গে টেবিল বয়দের কথা কাটাকাটি শুরু হলে কনেপক্ষের লোকজনও এতে যোগ দেন। এক পর্যায়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে মারামারি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।