রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটিয়ায় প্রবাসী জাফরকে আটক করে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে মাদক ব্যবসায়ী সাজিয়ে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ১ বছর গত হলেও সিআইডি পুলিশ তদন্ত রিপোর্ট দেয়নি। রিপোর্ট দিতে গড়িমসি করার অভিযোগ পাওয়া গেছে। চকরিয়া থানা পুলিশের সাবেক ওসি ও হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ কতিপয় পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত প্রবাসী জাফর হত্যা মামলায় দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য চট্টগ্রাম সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত ২৭ অক্টোবর মামলার বাদী মুক্তিযোদ্ধা আহমদ নবীর আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহ ২০ দিনের মধ্যে রির্পোট দেয়ার আদেশ দেন। এতে মামলার বাদী পক্ষে শুনানি করেন মানবাধিকার নেতা এডভোকেট জিয়া হাবিব আহসান।
আবেদনে উল্লেখ করা হয় বাদীর ভাগিনা ওমান প্রবাসী মো. জাফরকে ২০২০ সালের ২৯ জুলাই সকাল ৬টায় পটিয়া থানাধীন কচুয়াই তার নিজ বাড়ি ঘেরাও করে চকরিয়া থানার তৎকালীন ওসি হাবিবুর রহমান ও হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলামসহ ১০/১৫ জন পুলিশ সদস্য। এতে জাফরকে আটক করে চকরিয়া থানায় নিয়ে যায়। এরপর পুলিশ জাফরের অভিভাবক থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এই টাকা না পেয়ে ৩১ জুলাই ভোরে জাফরকে ক্রসফায়ারে হত্যা করে। অতঃপর উক্ত দিন বেলা ২টায় কচুয়াই ইউপি সদস্য আনোয়ারকে চকরিয়া থানা থেকে মোবাইল ফোনে জাফরের লাশ নিয়ে যেতে বলে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আহম্মদ নবী বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্তের জন্য আদালত সিআইডি চট্টগ্রামকে দায়িত্ব দেন। মামলার হওয়ার এক বছর গত হলেও পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করেননি, এমনকি কোন তদন্তও করেননি। এরমধ্যে পুলিশ মামলা তুলে নিতে বাদীকে চাপ দিচ্ছে। এছাড়া জাফরের মাকে মিথ্যা ইয়াবা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে বলে বাদীর অভিযোগ।
এডভোকেট জিয়া হাবিব আহসান জানান, জাফর প্রবাসের ওমানে থাকেন। সে একজন রেমিট্যান্স যোদ্ধা। তার বিরুদ্ধে থানায় কোন মামলা নেই। মূলত পুলিশ তার থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে হত্যা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।