বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভার থেকে স্টাফ রিপোর্টার : বকেয়া বেতন ও কারখানার মালিকানা হস্তান্তর করাকে কেন্দ্র করে সাভারের পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন পোশাক শ্রমিক। আজ সকালে সাভার পৌর এলাকার সিআরপি রোডে ডানা বর্টনস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ডানা বর্টনস গার্মেন্টস এর তিন শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে বকেয়া বেতন এর দাবিতে কারখানার ভিতরে বিক্ষোভ করে। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকা অবরোধ করে রাখে। এসময় পুলিশ শ্রমিকদের উপর লাঠিচার্জ করলে শ্রমিকরাও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় সংঘর্ষ । সংঘর্ষে এসময় বিশ জন পোশাক শ্রমিক আহত হয়। পরে অন্য শ্রমিকরা আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। পুলিশ আরো জানায়, ডানা বর্টনস গার্মেন্টসটি এখন আগের মালিক আর চালাবেন না। গার্মেন্টসটির আগের মালিক অন্য মালিকের কাছে হস্তান্তর করার উদ্যোগ নিলে শ্রমিকরা অন্য মালিকের আওতাধীন কাজ করবে না বলে তারা বিক্ষোভ করেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।