Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

বেলকুচি (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামে নিজ ঘরে স্বামী ও অন্তসত্বা স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে পুলিশ কামারপাড়া গ্রামের ঘোষপাড়া বাড়ি থেকে রক্তমাখা দু’টি লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, সকালে শুনতে পাই তাদের নিজ ঘরে গৌরাঙ্গ (২৮) ও তমা (১৯)’র রক্তমাখা লাশ পড়ে আছে। তবে মৃত্যুটা রহস্যজনক। গৌরঙ্গের মা রুবী রাণী ঘোষ বলেন, সকাল ১০টা বেজে গেছে তবুও ওরা ঘুম থেকে ওঠেনা তখন আমি অনেক ডাকাডাকি করি কোন সারা না পেয়ে প্রতিবেশীদের ডেকে এনে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি ওরা দু’জনে পরে আছে। বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা বলেন, লাশ দু’টি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে স্বামী স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ