বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারু আহমেদ (পিপিএম-বার) বলেছেন, দেশে প্রায় ৭০ লাখ মানুষ মাদকে আসক্ত। মাদকের মাধ্যমে একটি দেশ ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা যদি মাদক নিমূর্লে সম্মিলিতভাবে কাজ করতে না পারি, তাহলে আমাদের যে কর্মোজ্জ্বল ভবিষ্যত, যে সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন সেটা আমাদের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে।
শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মাদকবিরোধী ভবিবল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর-কুমিল্লা কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় এ প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুুলিশ সুপার আরও বলেন- কেবল আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সমাজ থেকে মাদকের প্রবণতা দূর করা যায় না। এজন্য সমাজের সর্বস্তরের সচেতন সকলকে মাদকের বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধূলা, শিল্প-সংস্কৃতির কাজে মনোনিবেশ রাখতে হবে। আবার আমাদেরও ব্যর্থতা তাদেরকে আমরা পর্যাপ্ত খেলার মাঠ দিতে পারছি না। তারপরও বলবো, প্রতিনিয়ত পাড়া মহল্লা, গ্রামগঞ্জে খেলাধূলার চর্চা অব্যাহত রাখতে হবে। ফুটবল, ভবিবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ আমাদের দেশিয় নানরকম খেলাধূলা রয়েছে, এসবের মাঝে তরুণ সমাজকে ব্যস্ত রাখতে হবে। ক্রীড়া ও সু-স্বাস্থ্য সর্ম্পকে তাদের ধারণা দিতে হবে। আর এমনিভাবেই খেলাধূলায় জড়িত থেকে আমাদের তরুণ সমাজ মাদককে না বলে যাবে।আর তাদের হাত ধরেই সমাজে মাদক বিরোধী আন্দোলন বেগবান হবে।
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স উল্লেখ করে পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন- গত ১০ মাসে জেলা পুলিশ বিভিন্ন রকম মাদকদ্রব্র্যের পাশাপাশি সাত টন গাঁজা উদ্ধার করেছে। আর তিন হাজার মাদক ব্যবসায়ি গ্রেফতার করা হয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে কাজ করছি। তারপরও সমাজ থেকে মাদক নামের এ ব্যাধি দূর করতে আমাদের যেতে হবে বহু দূর। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করে এযুদ্ধে সচেতন সকলকে অংশ নিতে হবে।
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। স্বাগত বক্তব্য রাখেন- মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর-কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক চৌধরী ইমরুল হাসান।
মাদকবিরোধী ভলিবল ম্যাচে কুমিল্লা একাদশ আদর্শ সদর একাদশকে পরাজিত করে। ম্যাচে রেফারীর দায়িত্ব পালন করেন সাবেক ভবিবল খেলোয়ার অধ্যক্ষ শফিকুর রহমান ও মোস্তাক আহমেদ। বিপুল সংখ্যক দর্শক এ ফুটবল ম্যাচ উপভোগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।