Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহৃত কিশোরী উদ্ধার : আটক ১

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে অপহৃরণের শিকার এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে র‌্যাব-৫। উপজেলার মাহমুদপুর গ্রামে র‌্যাব-৫ এর একটি দল গত বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে এ অভিযান চালায়। এ সময় অপহরণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নাম রাকিব হাসান (১৯)। রাজশাহীর বাগমারা উপজেলার বাড়িগ্রামে তার বাড়ি। বাবা-মায়ের সঙ্গে রাকিব নাটোর সদর উপজেলার চকরামপুর এলাকায় থাকতেন।

গতকার শুক্রবার সকালে র‌্যাব জানায়, গত ১৬ অক্টোবর নাটোর সদর থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। এ নিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে র‌্যাবের নাটোর ক্যাম্পে একটি অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব তথ্য-প্রযুক্তির সহায়তায় ওই কিশোরীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায়। এ নিয়ে রাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ