Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ৮:২১ পিএম

'নৈঃশব্দ্য ভেঙে জেগে ওঠো বিদ্রোহ’- এ স্লোগানকে সামনে রেখে যশোরে উদীচীর ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যশোর টাউন হল বটতলা প্রাঙ্গনে মিলিত হচ্ছেন উদীচীর শিল্পী-কর্মী-সহযোদ্ধারা।

জাতীয় ও উদীচীর নিজস্ব সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। পরে আলোচনা সভায় উদীচী যশোরের নেতৃবৃন্দ বলেছেন, সাম্প্রদায়িক বিষবাষ্প আজ বাংলাদেশকে গ্রাস করছে।
এই অপশক্তিই স্বাধীনতার অর্জনকে ম্লান করে দিতে চায়। তারা দেশটিকে মৌলবাদী রাষ্ট্র বানাতে চাচ্ছে। কিন্তু আমরা সংস্কৃতি কর্মীরা লড়াই চালিয়ে যাবো। আগামী দিনে সাংস্কৃতিমনা মানুষই নেতৃত্ব দিবে রাষ্ট্রের।
সেখানে মৌলবাদ, ধর্মান্ধদের কোন স্থান থাকবে না। উদীচী যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদীচীর উপদেষ্টা অ্যাড. আবুল হোসেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, শেখ মাসুদ পারভেজ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ