Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কয়রায় নদী থেকে লাশ উদ্ধার

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ের মঠবাড়ি গ্রামে নদীর চর থেকে গতকাল বুধবার এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছেন আলী আহম্মদ ওরফে বাচা আলী। তিনি কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের মৃত গহর আলীর পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মো. নূরুল ইসলাম খোকা জানান, মহরাজপুর ইউনিয়নের পশ্চিম মঠবাড়ি গ্রামের হায়াতখালি এলাকায় থাকতেন। স্থানীয় বাজারে কেওড়া ফল বিক্রি ও মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে জীবন যাপন করতেন। জ্বর অবস্থায় ৩ দিন আগে কেওড়া ফল পাড়তে বাসা থেকে বের হন। এরপর থেকে আর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তিতে নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লাশটি জোয়ারে পানিতে ভেসে এসে নদীর চরে আটকে যায়। সকালে নদীতে মাছ ধরতে গেলে কয়েকজন জেলে দেখতে পায়। খবর দেয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন জানান, কয়রা নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ