Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় শপথ নিলেন নবনির্বাচিত ৩৩ ইউপি চেয়ারম্যান

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ৪:০৪ পিএম

খুলনা জেলার নবনির্বাচিত ৩৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার শপথ পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, স্থানীয় সরকার উপ-পরিচালক ইকবাল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, বাগালী ইউনিয়নে মোঃ আবদুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউনিয়নে শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউনিয়নে মোঃ আবদুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশী ইউনিয়নে মোঃ নুরুল ইসলাম সরদার এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আছের আলী।

দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমেদ, দাকোপ সদর ইউনিয়নে বিনয় কৃষ্ণ রায়, কৈলাশগঞ্জ ইউনিয়নে মিহির মন্ডল, সুতারখালী ইউনিয়নে মাসুম আলী ফকির, কামারখোলা ইউনিয়নে পঞ্চানন কুমার মন্ডল, তিলডাঙ্গা ইউনিয়নে জালাল উদ্দিন গাজী, বাজুয়া ইউনিয়নে মানস কুমার রায়, লাউডোব ইউনিয়নে শেখ যুবরাজ, বানিশান্তা ইউনিয়নের চেয়ারম্যান সুদেব কুমার রায়।

বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম হালদার, বালিয়াডাঙ্গা ইউনিয়নে শেখ মোঃ আসাবুর রহমান, আমীরপুর ইউনিয়নের চেয়ারম্যান জি এম মিলন।

দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম, বারাকপুর ইউনিয়নে গাজী জাকির হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়নে মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটী ইউনিয়নে মোঃ জিয়া গাজী, আড়ংঘাটা ইউনিয়নে এস এম ফরিদ আকতার, যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান গাজী, রাড়ুলী ইউনিয়নে আবুল কালাম আজাদ, গড়ইখালী ইউনিয়নে আবদুস সালাম, গদাইপুর ইউনিয়নে শেখ জিয়াদুল ইসলাম জিয়া, চাঁদখালী ইউনিয়নে শাহজাদা মোঃ আবু ইলিয়াস, দেলুটি ইউনিয়নে রিপন কুমার মন্ডল, লতা ইউনিয়নে কাজল কান্তি বিশ্বাস, লস্কর ইউনিয়নে কে এম আরিফুজ্জামান, কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শপথ গ্রহণ

৮ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ