Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পতনের একদিন পর বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ১২:৪৬ এএম

পতনের একদিন পর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১২০ পয়েন্ট। চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ২৭৫ পয়েন্ট। এর আগের দিন গত সোমবার পুঁজিবাজারে বড় দরপতন হয়। ওইদিন ডিএসইতে সূচক কমেছিল ১২০ পয়েন্ট। সিএসইতে কমেছিল ৪০০ পয়েন্টের বেশি। এর ফলে টানা দুদিন দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। এদিন বিমা-আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ, প্রকৌশল এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর তাতে বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসইর তথ্য মতে, গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের ৩১ কোটি ৪৪ লাখ ৫১ হাজার ২১২টি শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ২২টির শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৩৪০টির। আর অপরিবর্তিত ছিল ১৪টির। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২০ পয়েন্ট বেড়ে সাত হাজার পাঁচ পয়েন্টে দাঁড়িয়েছে। অর্থাৎ একদিন পর সূচক আবারও সাত হাজার পয়েন্ট অতিক্রম করেছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬৫৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৪৭০ কোটি ৪৩ লাখ ১৯ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ারের। দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ লিমিটেড। তৃতীয় স্থানে ছিল এনআরবিসি ব্যাংক। এরপর যথাক্রমে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসেস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আইএফআইসি ব্যাংক, সোনালী পেপার এবং লাফার্জহোলসিম লিমিটেড। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৩টির, আর অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৪১ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৫০৫ টাকার শেয়ার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ