Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে স্কোয়াশ প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

প্রথমবারের মতো বিদেশি কোচের তত্ত্বধানে চট্টগ্রাম ক্লাবে শুরু হলো ‘সিসিএল-স্কোয়াশ ট্রেনিং ক্যাম্প’। এসএ গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতায় সপ্তাহব্যাপী সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হবে নিবন্ধিত খেলোয়াড়দের। ইতিমধ্যে বিকেএসপির স্কোয়াশ বিভাগের ছয় শিক্ষার্থীসহ আগ্রহী ২৪ জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছেন। উদ্যোক্তাদের আশা এ সংখ্যা শিগগির ৩০ জনে উন্নীত হবে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ক্লাবের স্কোয়াশ কোর্টে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসএ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাজ্জাদ আরেফিন আলম। তিনি বলেন, কর্মসংস্থান, সামাজিক ও ক্রীড়া ক্ষেত্রে এসএ গ্রæপ অবদান রাখার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় স্কোয়াশের উন্নয়নে বিদেশি কোচ আনা। এসএ গ্রæপের ‘মুসকান ড্রিংকিং ওয়াটার’ স্কোয়াশ প্রশিক্ষণের সম্পূর্ণ প্রোগ্রামে বেভারেজ পার্টনার। সংবাদ সম্মেলনে ইরানি কোচ গোলামনিজাদ জাবিদ মহসিনকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম।
চট্টগ্রাম ক্লাবের মেম্বার ইনচার্জ (স্কোয়াশ) ইমতিয়াজ হাবীব রনি বলেন, চট্টগ্রাম স্কোয়াশে কিছুটা পিছিয়ে আছে। প্রশিক্ষণের জন্য বিদেশি কোচ আনা হয়েছে এটি আমাদের জন্য আনন্দের। চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ঢাকায় প্রশিক্ষণ শুরু হবে। প্রায় দেড় মাস কোচ গোলামনিজাদ জাবিদ মহসিন বাংলাদেশে থাকবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ