বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌমুহনীর ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ ও র্যাব-১১ বিএনপির ২ নেতা-সমর্থকসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সুধারাম থানার ৮নং ধর্মপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.সুমন, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইমরান হোসেন নিশান, একই ওয়ার্ডের মো. রনি, চৌমুহনী পৌরসভার মীরওয়ারিশ গ্রামের বিএনপির সমর্থক মো.ইউসুফ, চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামান, সোনাইমুড়ী উপজেলার রবিউল হোসেন ওরফে রনি, ল²ীপুর সদর উপজেলার সাহেদুল ইসলাম, হাতিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক ছেরাজুল হক বেচু। গতকাল মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের তথ্য জানান নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
তিনি জানান, আসামি ইমরান হোসেন নিশান পূর্বে গ্রেফতারকৃত আব্দুর রহিম সুজনসহ কয়েকজন মন্দিরে লুটপাট করে ১ লাখ ৩৫ হাজার টাকা ভাগ বাটোয়ারা করে। গ্রেফতারকৃত আসামিদের গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।