Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদমদীঘিতে রোপা আমনে পোকার আক্রমণ

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

বগুড়ার আদমদীঘিতে ক্যারেন্ট পোকার আক্রমণে জমিতেই আমন ধান নষ্ট হতে চলেছে। এতে করে কৃষকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। কৃষকরা এ খবর দ্রুত উপজেলা কৃষি অফিসকে অবহিত করেন। এরপরই ব্লক সুপারভাইজরা মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় পোকা মারার জন্য ওষুধ প্রয়োগের পরামর্শ দিচ্ছেন। চলতি রোপা আমন মৌসুমে উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের পশ্চিম মাঠে গ্রামের মো. ছাহের আলীর ও শফির আলী জানান, হঠাৎ করেই তারা জমিতে ক্যারেন্ট পোকা দেখতে পান। বিষয়টি জানার পর স্থানীয় উপজেলা কৃষি অফিসের ব্লক সুপারভাইজার মাঠ পরিদর্শন করে বলেন, সামান্য আকারে পোকা দেখা দিয়েছে। ওষুধ প্রয়োগে পোকা দমন হবে। ওষুধ দেওয়ার পর জমির ধান দেখে পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী ইনকিলাবকে বলেন, আবহাওয়ার কারনে এমন পোকা দেখা যায়। তবে গত দু’দিনের বৃষ্টির ফলে কৃষকদের আর ক্ষতির আশঙ্কা নেই। এরপরও যেসব এলাকায় পোকা দেখা দিয়েছে সেখানে কৃষি অফিস থেকে লোক পাঠিয়ে পোকা দমনে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ