Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

চৌমুহনীর ঘটনায় বরকত উল্লা বুলুসহ বিএনপি-জামাতের ১৫জনের সম্পৃক্ততার কথা জানালেন গ্রেফতারকৃত ব্যক্তি

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ২:৩৫ পিএম

চৌমুহনীতে পূজা মন্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুসহ বিএনপি, জামায়াত-শিবিরের ১৫ জনের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফয়সাল ইনাম কমল। জেলার জেষ্ঠ্য বিচারিক হাকিম মোহাম্মদ সাইদীন নাহীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় ফয়সাল ইনাম কমল।

মঙ্গলবার বেলা ১১টায় নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি তদন্তের স্বার্থে ঘটনার সাথে জড়িত নেতাকর্মি কারো নাম বলতে রাজি হননি।

এসময় তিনি নোয়াখালীর বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় সোমবার দিবাগত রাতে সুধারাম, হাতিয়া, বেগমগঞ্জ, সোনাইমুড়ী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা এবং র‌্যাব কর্তৃক বিশেষ অভিযানে ৮ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে বলে তথ্য দেন।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি, শুল্যকিয়া গ্রামের নুরুল্লার ছেলে মো. সুমন (৩৩), বেগমগঞ্জ উপজেলার করিমপুরের আলমগীর হোসেনের ছেলে ইমরান হোসেন নিশান (২০), একই এলাকার আবুল হোসেনের ছেলে রনি (২৮), মীরওয়ারিশপুর গ্রামের মৃত রফিকউল্লাহর ছেলে বিএনপি কর্মী মো. ইউসুফ (৩০), হাজীপুরের নুরুজ্জামানের ছেলে আক্তারুজ্জামান (৫০), সোনাইমুড়ি উপজেলার রশিদপুরের মৃত ফজলুল হক কপাটোয়ারীর ছেলে রবিউল হোসেন রনি (৩২), লক্ষ্মীপুর জেলা সদরের চরভুতা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাহেদুল ইসলাম (২২), হাতিয়ার বুড়িরচরের গুল্লাখালি গ্রামের আমিনুল হকের ছেলে হাতিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক ছেরাজুল হক বেচু (৪২)।

এসপি মো.শহীদুল ইসলাম আরো জানান, আসামি ইমরান হোসেন নিশান পূর্বে গ্রেফতারকৃত আব্দুর রহিম সুজনসহ কয়েকজন চৌমুহনী দক্ষিন বাজারের রাম ঠাকুর আশ্রম মন্দিরে লুটপাট করে ১ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে তাদের মধ্যে ভাগবাটোয়ারা করে আসামি ইমরান হোসেন নিশান ৮ হাজার টাকা ভাগে পায়। ভাগে পাওয়া টাকার মধ্যে ৫ হাজার ৫শ টাকা সে খরচ করে, বাকী আড়াই হাজার টাকা তার নিকট থেকে উদ্ধার করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ