Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

খাদ্যঅধিকার আইন প্রণয়নের দাবিতে সাতক্ষীরায় নৌবন্ধন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

সাতক্ষীরার উপকূলীয় খোলপেটুয়া নদীর নীলডুমুর পয়েন্টে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে নৌবন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে দু’টি বেসরকারি এনজিও সংস্থা এই আয়োজন করে। নৌবন্ধনে অংশগ্রহণ করেন সুন্দরবনের জেলে-বাওয়ালি ও ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
বীর মুক্তিযোদ্ধা মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে নৌবন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরেও খাদ্যকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। সকল মানুষের জীবিকা, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় সরকার অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশের সংবিধানে খাদ্যকে মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি। বক্তারা উপকূলীয় এলাকার মানুষসহ দেশের সকল মানুষকে খাদ্যের ন্যায্য অধিকার হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য সরকারের নিকট আহবান জানান।
একই সাথে উপকূলবাসীর টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বন্যাকবলিত সাতক্ষীরা জেলাকে রক্ষা ও পুষ্টি নিরাপত্তার দাবি তুলে ধরেন সরকারের কাছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ