Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বয়ঃসন্ধিকালীন সচেতনতা সেমিনার

সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে বয়ঃসন্ধিকালে নানাবিধ সমস্যা নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর জমশের আলী উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জাগ্রত ৭১›র প্রতিষ্ঠাতা, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী এ কে এম আশরাফুল ইসলাম সেমিনারের আয়োজক ও মূখ্য আলোচক ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক আব্দুল লতিফ, ছাত্রলীগ নেতা রানা আহম্মেদ, তৌকিত হাসান মিম, রঞ্জু মিয়া ইমন, হাবিবুর রহমান রনি প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে শপথ বাক্য পাঠ করেন। সেমিনারের আয়োজক এ কে এম আশরাফুল ইসলাম বলেন, বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীরা নানাবিধ সমস্যায় পড়ে। তারা লজ্জায় কাউকে বলতে পারে না। এ সময়টায় তাদের করণীয় বিষয়ে সচেতন করতেই এ সেমিনার। কামরাবাদ ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ