বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, শৈলকূপা উপজেলার কিপার গ্রামের আলীম উদ্দিনের ছেলে আবুল কালাম (৪০), ধলহরা চন্দ্র গ্রামের আব্দুল হামিদের স্ত্রী রিনা খাতুন (৫৫), আসান মণ্ডলের স্ত্রী শাহিদা খাতুন (৬০), ব্রাহিমপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী রিনা খাতুন (৩৫), রামচন্দ্রপুর গ্রামের হেমন্ত চন্দ্র বিশ্বাসের চেলে রাম চন্দ্র (৪০), ঝিনাইদহ শহরের শিকারপুর গ্রামের শিবে সরকারের ছেলে ঠাকুর সরকার (৭০), শহরের আরাপপুর এলাকার আলঙ্গীরের মেয়ে ইয়াসমিন (৮), হরিণাকুন্ডু উপজেলার ভাদড়া গ্রামের আব্দুস সালামের ছেলে আনোয়ার হোসেন (৪০), যশোর শিমুলিয়া গ্রামের রঞ্জু বিশ্বাসের ছেলে পলাম (৩০), যশোর কাশীপুর গ্রামের জালাল মোল্লার ছেলে শাহাব উদ্দিন (৪০) সহ ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে রূপসা পরিবহনের একটি বাস খুলনা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি পৌঁছালে অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীদের আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।