Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবিতে ভর্তির আবেদন আগামীকাল থেকে শুরু

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তির আবেদন আগামীকাল রোববার থেকে শুরু হয়ে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আগামী ২৬ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় 'এ' ইউনিটের এবং বেলা আড়াইটায় 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি কমিটির সদস্য সচিব বেলায়েত হোসাইন জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রোববার সকাল ১০টা থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত কেবল প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ০১৫৫৫৫৫৫০০১-৬ হটলাইনে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.sust.edu/admission পাওয়া যাবে।
এদিকে ভর্তি ফরমের মূল্য ৩৩ শতাংশ বৃদ্ধি করায় বিশ^বিদ্যালয় প্রশাসনকে ৯৬ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছে ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি বিরোধী মঞ্চ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ