Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সাভার থেকে স্টাফ রিপোর্টার : সাভারে আশুলিয়ার জামগড়ায় কারখানা কর্তৃপক্ষের অবহেলায় পোশাক শ্রমিক তাসলিমার মৃত্যু হয়েছে।এ ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উইন্ডি এ্যাপরেলস কারখানার শ্রমিকেরা। শনিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি কারখানার সামনে শুরু হয়ে ফ্যান্টাসী কিংডমের সামনে এসে শেষ হয়।

তাসলিমার পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হলেও শ্রমিকরা খোঁজ নিয়ে জানতে পারে তাসলিমার পরিবার কোনো টাকা পায়নি। তাসলিমার লাশ তার স্বামী নিজ খরচে গ্রামে নিয়ে গেছে।

শ্রমিক আরাফাত বলেন, তাসলিমার মৃত্যুর সুষ্ঠুবিচার ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে আমরা রাস্তায় নেমেছি।

তাসলিমা চিকিৎসার অভাবে মারা গেছে কাল আমার সাথেও এমন ঘটনা ঘটতে পারে।ভবিষ্যতে কোনো পোশাক শ্রমিক যেন কারখানা কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যুর কোলে ঢলে না পরে সে বিষয়ে নজর রাখতে সরকার ও পোশাক শিল্প মালিক সংগঠনগুলোকে নজর রাখার দাবিও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ