Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরের ঘটনায় ছাত্রলীগ নেতা আটক: সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ২:১৪ পিএম

রংপুরের পীরগঞ্জে হিন্দুপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে করা হামলা-অগ্নিসংযোগের ঘটনায় সৈকত মণ্ডল (২৪) নামে একজনকে আটক করেছে র‍্যাব। তিনি কারমাইকেল কলেজের দর্শন বিভাগের ছাত্রলীগের কমিটির ১ নম্বর সহ-সভাপতি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়।

এদিকে কারমাইকেল কলেজ শাখার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলার পরিপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৈকত মণ্ডলকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পীরগঞ্জের মাঝিপাড়ার ঘটনার এক দিন পর ১৮ অক্টোবর তাঁকে অব্যাহতি দেওয়া হলেও এটি আজ শনিবার প্রচার পেয়েছে।

আটকের পর সুমন আহামেদ ফেইসবুকে লিখেছেন,‘এখন তার কঠিন শাস্তি হিসাবে ছাত্র লীগ থেকে বহিষ্কার করা হবে এবং আরও বলবে আগে বিএনপি জামায়াতের সাথে যুক্ত ছিলো।’

ক্ষোভ জানিয়ে ফারুক ঢালী লিখেছেন, ‘বিভিন্ন মন্ডপে এই মন্ডলরাই হামলা করেছে। নোংরা আর হিংসাত্মক রাজনীতির কারণে অন্যদের উপর চাপিয়ে দেয়া হয়েছে।’

উদ্বেগ প্রকাশ করে সাইয়েদ ভুইয়া লিখেছেন, ‘তাহলে প্রমাণিত হলো বার বার কারা সাম্প্রদায়িকতার বিষবাস্প ছাড়াচ্ছে!’

গোপাল সরকার লিখেছেন, ‘ঘটনা তদন্ত না করেই চোখ বুজে বিএনপি'র দোষ দেওয়া একটা স্বভাবে পরিণত হয়েছে। অথচ তদন্ত করলে দেখা যায় আওয়ামী লীগের অনেক লোকই জড়িত থাকে। কারণ যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দলের একটু সাহস বেশি থাকে; এটাই স্বাভাবিক। তাই আবার বলছি, অপরাধী যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন; কঠিন বিচারের আওতায় আনতে হবে।’

কঠিনতম শাস্তির দাবি জানিয়ে মাসুম ফাহিম লিখেছেন, ‘সে ছাত্রলীগের হোক আর হিন্দু / মুসলিম বা অন্য যে দলের হোক; সে নিশ্চিত অমানুষ। আর অমানুষের কোন দল হয় না। তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক।’

‘যে দলই হোক না কেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে এমন ঘটনা আবারও ঘটবে।’ রিয়াদ হোসাইনের মন্তব্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ