Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে একসঙ্গে ৩ শিশুর জন্ম, সবাই সম্পূর্ণ সুস্থ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ২:০৬ পিএম

নাটোরের লালপুরে এক নারীর একসঙ্গে তিনটি শিশুর জন্ম হয়েছে। গতকাল শনিবার (২৩ অক্টোবর) রাতে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার মুক্তার জেনারেল হাসপাতালে ওই নারীর অপারেশনের মাধ্যমে দুটি পুত্র ও একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে। মাসহ তিন শিশুই সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।

নবজাতকদের বাবা জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট শুকরিয়া। একসঙ্গে দুই ছেলে ও একটি কন্যাসন্তান এই পৃথিবীতে এসেছে। মাসহ তারা সুস্থ আছেন। এতে আমি অনেক খুশি।

এ বিষয়ে মুক্তার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন জানিয়েছেন, লালপুরে এই প্রথম একসঙ্গে তিনটি শিশু জন্মগ্রহণ করেছে। মা ও শিশুসহ সবাই সুস্থ আছে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই নবজাতকদের দেখার জন্য হাসপাতালে ভিড় করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ