Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পটুয়াখালীতে লঞ্চের কেবিনে যুবতির লাশ

পটুয়াখালী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

ঢাকা-পটুয়াখালী নৌরুটের যাত্রীবাহী লঞ্চ এমভি সম্রাট-৭ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পটুয়াখালী নৌবন্দরে নোঙ্গর করা এমভি সম্রাট-৭ এর স্টাফ রুম থেকে ৩০-৩২ বছরের যুবতির লাশ উদ্ধার করে মর্গে পাঠায় সদর থানা পুলিশ।
ঢাকা-পটুয়াখালী নৌরুটে নিয়মিত এ.আর খান লঞ্চ এর ইঞ্জিনের ত্রুটি জনিত কারণে এমভি সম্রাট যাত্রী নিয়ে পটুয়াখালীতে আসে।
ঘটনার বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় সদরঘাট লঞ্চ টার্মিনালে নোঙ্গরাবস্থায় অজ্ঞাত এক যুবক বয়সি যাত্রী সম্রাট লঞ্চের স্টাফ সুমনের কাছে কেবিনের খোঁজ করে। পরে লঞ্চের বাবুর্চি সোহেল তার ব্যবহৃত কেবিন ওই যাত্রীকে বুঝিয়ে দেয়। রাত আনুমানিক ১০টার দিকে কেবিনের ভাড়া আদায় করতে গেলে যুবকের পরিবর্তে এক যুবতি কেবিন ভাড়া পরিশোধ করেন। রাতে লঞ্চের কেন্টিনের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পরেন বলে জানায় লঞ্চ স্টাফরা। লঞ্চটি পটুয়াখালী নৌঘাটে পৌছালে ওই কেবিনে তালাবদ্ধ দেখতে পায় সোহেল। এসময় কেবিনের জানালার ছিদ্র দিয়ে শুধু যুবতিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় লঞ্চ কর্তৃপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
পটুয়াখালী সদর থানার অফিসার মনিরুজ্জামান বলেন, ঘটনার সাথে জড়িতকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পোস্টমর্টেম শেষে লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ