রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়ায় মুদ্রাপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের একটি সেন্টারে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইউনিট (বিএফআইইউ)-এর তত্বাবধানে ডাচবাংলা ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সকল ব্যাংকের প্রতিনিধিদের জন্য লিড ব্যাংক হিসেবে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, বিএফআইইউ-এর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রব। সভাপতিত্ব করেন ডাচবাংলার প্রধান মানিলন্ডারিং পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি বলেন, ব্যাংকাররা জাতীয় এ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষিত হয়ে তাদের স্ব স্ব ব্যাংক ও গ্রাহকদের নৈতিকভাবে আর্থিক লেনদেনের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখবেন। কর্মশালায় বিভিন্ন ব্যাংকের অর্ধশতাধিক ব্যাংকার অংশগ্রহণ করেন।
বিএফআইইউ-এর রিসোর্সপার্সনগণ কর্মশালা পরিচালনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।