রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কলমাকান্দা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী নয়নকান্দি এলাকায় অভিযান চালিয়ে তক্ষকসহ ৬ পাচারকারীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মোরাডোবা গ্রামের মাহবুব আলমের পুত্র দোলোয়ার হোসেন (৩২), নরসিংদী জেলার পলাশ উপজেলার হাসনহাটা গ্রামের আকবর হোসেনের পুত্র মো. সুমন (৩৩), একই উপজেলার শিলমান্দি গ্রামের রিপন মিয়ার পুত্র মো. হৃদয় (২১), ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল রাজবাড়ী গ্রামের মো. আব্দুল জলিলের পুত্র মোঃ সোহেল (৩৫), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উড়াখাল গ্রামের আবুল কাশেমের পুত্র মো. দেলোয়ার হোসেন (২৫) ও একই গ্রামের শাহ্জাহান আলীর পুত্র মো. ইমরান (২১)। পরে আটককৃতদের কাছ থেকে ১৬ ইঞ্চি লম্বা ২৬০ গ্রাম ওজনের একটি তক্ষক ও দুটি মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত তক্ষক ও দুটি মোটরসাইকেলের সিজার মূল্য ১৯ লক্ষ টাকা। জব্দকৃত তক্ষক, মোটরসাইকেল ও আটক ৬ পাচারকারীকে গতকাল শনিবার সকালে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।