রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা নামে বিভাগের দাবিতে গতকাল শনিবার কুমিল্লাবাসীর আয়োজন এবং দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে দাউদকান্দি উপজেলায় বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ি ঘেরাও ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন দাউদকান্দি চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, আ.লীগ নেতা ওয়াদুদ সরকার। সমাবেশ পরিচালনা করেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ।
সমাবেশে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে কুমিল্লার ৫০ লাখ মানুষের দাবি কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষণা করার দাবি জানাচ্ছি। একজন কুলাঙ্গারের কারণে ৫০ লাখ মানুষ কষ্ট পেতে পারে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।