Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় রোড শো

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১২:০৭ এএম

সাতক্ষীরায় রোড শো করেছেন জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শনিবার বেলা ১২টায় এই রোড শো শহরের এরিয়া অফিসের সামনে থেকে বের হয়। নেতৃত্ব দেন ব্যাংকের সাতক্ষীরা এরিয়ার ডিজিএম মো. হামিদুল হক। তাকে সহযোগিতা করেন এজিএম মো. রুকনুজ্জামান। ‘স্বয়ংক্রিয় চালান’ পদ্ধতির মাধ্যমে জনতা ব্যাংক লিমিটেডের সকল শাখা হতে সেবা নিতে জনসাধারণকে অবহিত ও উদ্বুধ্ব করতে এই রোড শো’র আয়োজন। বললেন জনতা ব্যাংকের সাতক্ষীরা এরিয়ার ডাইরেক্টর জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. হামিদুল হক। তিনি বলেন, পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জসহ অন্যান্য সেবা ফিসহ সরকারি ট্রেজারি চালানের টাকা তাৎক্ষণিকভাবে জনতা ব্যংকের সকল শাখায় জমা দেয়া যাচ্ছে।
বর্ণাঢ্য রোডশো ব্যাংকের সাতক্ষীরা এরিয়া অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রোড শো’তে জনতা ব্যাংক সাতক্ষীরার সকল শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ